কক্সবাজারের রামুতে নৃশংস হত্যাকা- ঘটেছে। গাঁজা সেবনের টাকা না পেয়ে চাচার হাতে প্রাণ গেছে মাত্র তিন বছরের এক শিশুর। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছরের যুবক নুরুল হাকিম গাঁজা সেবনের জন্য ভাবির কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ভাতিজি ফাতেমা আকতারকে (৩) ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক চাচা নুরুল হাকিমকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামু থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে মর্মান্তিক এ হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।