ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বন্ধুর পার্টিতে যোগ দিয়ে আটক ৩৯ কিশোর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:০৩ এএম

ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে এ ঘটনা ঘটে। রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুরের বরকতউল্লাহ সমাজের বাসিন্দা সৌদিপ্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর জীবিকার তাগিদে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে মুন্সীরহাটস্থ উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে খাওয়া ও আড্ডার আয়োজন করেন। বুধবার রাতে অনুষ্ঠান চলাকালীন সময়ে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন ওই কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে আটক করে পুলিশে খবর দেন।


এ সময় ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা থেকে আসা ১২-২২ বছর বয়সি ৩৯ জন কিশোর সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে দীর্ঘ সময় জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরবেলায় অভিভাবকদের জিম্মায় এ কিশোরদের ছেড়ে দেওয়া হয়।


ঘটনাস্থলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ও ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ এসহাক, আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু ও বিএনপি নেতা সাবলু উপস্থিত ছিলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোরের অভিভাবক বলেন, বন্ধুর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আমার ছেলে সেখানে যায়। রাতে আকস্মিক তাকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবাক হয়েছি। তারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তবুও ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপের নেতৃত্বে কিছু লোকজন বাড়াবাড়ি করে আমাদের সন্তানদের ছাত্রলীগ সাজিয়ে আটক করে হয়রানি করেছে। 


এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আটক কিশোরদের কারো নামে থানায় কোনো অভিযোগ নেই। তারা অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও যুক্ত ছিল। যাচাই করে দেখা গেছে, অধিকাংশ কিশোরদের পরিবার স্থানীয় বিএনপির রাজনীতির সমর্থক। যাচাই-বাছাই শেষে ভোর সোয়া ৪টার দিকে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।