ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাকের ধাক্কায় নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:১৫ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা গেট জমিদারহাট এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন (১৯) বেগমগঞ্জ উপজেলার লতিফপুর ইউনিয়নের বাসিন্দা। আহত নুর হোসেন (১৮), লতিফপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ও নুর হোসেন মোটরসাইকেলে করে জমিদারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জমিদারহাট বাজারে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।