ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:১৭ এএম

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর চর থেকে ভাসমান অবস্থায় অর্ধ-গলিত এক পুরুষের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান হোসেন। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে ওই লাশ সন্ধ্যা নদীর চরে ভেসে আসে। নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। জানা গেছে, স্থনীয় গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে অর্ধ-গলিত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে।