গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের চকচকিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য শামসুল হক ম-ল (৬০) আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি দেখা দিয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ির পাশের বাগানে গাছে রশি ঝুঁলিয়ে আত্মহত্যা করেন শামসুল হক। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা বাগানে মইসহ তার মরদেহ ঝুঁলন্ত অবস্থায় দেখতে পান। এলাকাবাসী জানান, শামসুল হক একজন সচেতন ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। তার মতো একজন মানুষের এভাবে আত্মহত্যা করা তাদের কাছে বিস্ময়কর। তারা এ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। অনেকের ধারণা, মই বেয়ে গাছে উঠে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন পদক্ষেপ নিলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়।