ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পাচারকারীর কোমরে মিলল ১৭ স্বর্ণের বার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:২৫ এএম

যশোরে দুই কেজি ওজনের ১৭টি স্বর্ণেও বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সঞ্জয় সরকার ফরিদপুরের বোয়ালমারী থানার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।


বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, ঢাকার ধোলাইপাড় থেকে এক পাচারকারী স্বর্ণের একটি বড় চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সাতক্ষীরায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর-৪৯ বিজিবির একটি দল নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় পাচারকারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণেও বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক সঞ্জয় সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।