নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘাসমারা বিষপান করে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মৃত আন্নি খাতুন উপজেলার চিথুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও মোছা. শামীমা বেগমের মেয়ে। তিনি বেগুনিয়া গ্রামের মো. পরশ ম-লের স্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে আন্নির বিয়ে হয় পরশ ম-লের সঙ্গে।
তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে কলহ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার সকালে আন্নি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়।