ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শিশুর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ এএম

ঝিনাইদহের মহেশপুরে বালতির পানিতে ডুবে রাফছান হোসেন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের হুদো দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু রাফাছন ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল রাফছান। খেলার একপর্যায়ে কলের পাড়ে বালতির ভেতরে কী আছে দেখতে গিয়ে ভেতরে পড়ে ডুবে যায়। এ সময় তার দাদি ও মা হঠাৎ দেখতে পায় রাফছানের মাথা নিচের দিকে আর পা ওপরে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাফাছনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।