ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাজরিন কটন মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একই লেনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় বাসে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের উদ্ধার করে ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ১৫ জনের ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, রাস্তার কাজ চলার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস ময়মনসিংহগামী লেনে উঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে, নিহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।