হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। উৎসবকে ঘিরে এরই মধ্যে কুড়িগ্রামের দুপচাঁচিয়া উপজেলার মার্কেটগুলোয় জমে উঠেছে কেনাকাটা। প্রতিমা সাজানোর প্রস্তুতির পাশাপাশি বাজারগুলোয় বেড়েছে পোশাক ও অনুষঙ্গের বেচাকেনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, চেয়ারম্যান মার্কেট, জোবেদা শপিং সেন্টার, সূরুজ আলী শপিং মহল এবং ওবায়দুর মার্কেটসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ধুতি, জুতা থেকে শুরু করে অলঙ্কার, সব দোকানেই চলছে জমজমাট বিক্রি। প্রায় প্রতিটি ক্রেতার হাতেই ছিল শপিং ব্যাগ।নিউমার্কেটের গার্মেন্টস শোরুম ‘বেস্ট চয়েস কালেকশন’-এর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রকি জানান, গতবারের তুলনায় এবারের বিক্রি অনেক ভালো। পূজাকে সামনে রেখে বিশেষ ছাড় ও নতুন কালেকশন এনেছেন তারা।
চেয়ারম্যান মার্কেটের ‘ইচ্ছে গার্মেন্টস’-এর মালিক অর্ণব সাহা বলেন, ‘এবার নতুন আঙ্গিকে বাহারি পোশাকের কালেকশন করেছি। বিক্রিও ভালো হচ্ছে।’
নিউমার্কেটের ‘সততা কালেকশন’-এর সেলসম্যান সোহেল রানা জানান, ‘আজকের ৮০ শতাংশ ক্রেতাই পূজা উপলক্ষে কেনাকাটা করতে এসেছেন।’
ক্রেতাদের মধ্যে কালাই কুমারপাড়ার উর্মিলা সরকার জানান, নিজের জন্য শাড়ি, মেয়ের জন্য টপস ও থ্রি-পিস, ছোট সন্তানের জন্য ধুতি-পাঞ্জাবি কিনেছেন। শ্বশুর-শাশুড়ি ও আত্মীয়দের জন্য কেনাকাটা করবেন।
আরেক ক্রেতা দুপচাঁচিয়ার গোবিন্দপুরের পরিমল চন্দ্র সরকার বলেন, পূজায় গ্রামের বাড়ি জয়পুরহাট যাচ্ছেন। তাই পরিবারের জন্য শাড়ি, পাঞ্জাবি, জুতা কিনেছেন। এখনো আত্মীয়দের জন্য কেনাকাটা বাকি রয়েছে।
এদিকে সূরুজ আলী শপিংমহলের কর্মচারী কাওছার জানান, এবারের পূজার বাজারে নারীদের সিল্ক, তাঁত ও জামদানি শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। টাঙ্গাইলের তাঁত ও জামদানির কদরও রয়েছে।
পোশাকের পাশাপাশি গয়নার দোকানগুলোয় জমজমাট বেচাকেনা চলছে। মিলিয়ে চুড়ি, গলার হার, আংটিসহ নানা অলঙ্কার কিনছেন নারীরা।
শুধু অফলাইন বাজার নয়, অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোয় পূজাকে ঘিরে সরগরম অবস্থা। ক্রেতারা ডিজিটাল বাজার থেকেও কিনছেন নানা ধরনের পোশাক ও অনুষঙ্গ। সব মিলিয়ে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দুপচাঁচিয়ার বাজার এখন যেন উৎসবের আবহে সরগরম হয়ে উঠেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন