ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:৩৬ এএম

বগুড়া শহরের কলোনি চক ফরিদ এতিমখানা রোডের ম-লপাড়া কালুর দোকান মোড় সংলগ্ন একটি ভাড়াবাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম জান্নাতী বেগম (২৫) ওই বাসার ভাড়াটিয়া মো. মাজেদ হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি টের পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জান্নাতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘর বন্ধ থাকায় এতদিন কেউ বুঝতে পারেনি। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানা যায়।’ তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।