ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

মাদক পাচারকারীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:৪২ এএম

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাঁওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে। গত বুধবার রাতে চৌগাছা থানা পুলিশ মরহেদটি উদ্ধার করে। তিনি ১০ মাস আগে নিখোঁজ হয়েছিলেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি কুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আব্দুর রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত ছিল। জানা গেছে, স্থানীয়রা বুধবার রাত সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী কুলিয়া বাঁওড়ের কচুরিপানার নিচে রাজ্জাকের কঙ্কালসার লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাকের লাশ উদ্ধার করে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মাদক পাচারের কাজে ভারতে গিয়ে আর বাড়ি ফেরেননি। অবৈধ কাজে জড়িত থাকায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। নিখোঁজের ১০ মাস পর কুলিয়া বাঁওড় থেকে রাজ্জাকের কঙ্কালসার লাশটি উদ্ধার হয়। মরদেহটি রাজ্জাকের বলে শনাক্ত করেন তার ছেলে সোহাগ হোসেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি নিহতের স্বজনরা।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলিয়া বাঁওড় থেকে আব্দুর রাজ্জাকের কঙ্কালসার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।