চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে মসুদা আক্তার (৫০) ও সানজিদা আক্তার চুমকি (২৮) নামের দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মা ও মেয়ে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মসুদা আক্তার ও সানজিদা আক্তার চুমকি পৌর সদরের মৌলভীপাড়ার বাসিন্দা এবং বদিউল আলমের স্ত্রী ও মেয়ে। আহতরা হলেন- বদিউল আলম ও তার নাতি সাফওয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা। অটোরিকশাটি পৌর সদরের মৌলভীপাড়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মসুদা আক্তার ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক শিমুল বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, রেললাইনের একপাশে মা, অন্যপাশে মেয়ে পড়ে আছেন। নাতি ও বদিউল আলম রেললাইনের মাঝখানে ছিলেন। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সেখানে মসুদা আক্তার ও তার মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বদিউল আলম ও তার নাতি চিকিৎসাধীন রয়েছেন।’
রেলওয়ে পুলিশ চট্টগ্রাম থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, বেলা ১টার দিকে মহানগর এক্সপ্রেস যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনের সঙ্গেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে নিহতদের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’