ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

পূজামণ্ডপের পাশে শিশু ধর্ষণ, গ্রেপ্তার সহসভাপতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:৫৪ এএম

গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূজাম-পের পাশে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকায় মেঘলাল সরকারের ছেলে। এবং আশ্রয়ণ প্রকল্প পূজাম-পের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার সকাল থেকে কাশিমপুরে সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজাম-পে পূজা-অর্চনা চলছিল। ওই সময় এলাকার অনেকেই পূজাম-পে ছিলেন। ম-পের পাশে অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী শিশুও খেলা করছিল। এ সময় ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির স্বজন ও বড়ভাই ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্থানীয়রা ভজেন্দ্র সরকারকে আটক করে পুলিশকে খবর দিলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।