মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর উচ্চবিদ্যালয়ের পেছনের জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় এটি উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার কয়েকজন গ্রামবাসী এ জঙ্গলে প্রবেশ করলে তারা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর সন্ধ্যায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহটি খুবই খারাপ অবস্থায় ছিল বলে এটি পুরুষ নাকি নারী, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া এটি হত্যা, নাকি আত্মহত্যা, সেটিও এখন বলা যাচ্ছে না। কমলগঞ্জ থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে, এটি নারী না পুরুষের।