ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফ্রি চিকিৎসা ক্যাম্প

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:৪২ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা ক্যাম্পে প্রায় ৮ শতাধিক নারী-পুরুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, নিউরোলজি, অর্থোপেডিকসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। ধর্মপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গনি, সেক্রেটারি মাওলানা ইউছুফ বিন সিরাজ, এবং থানা জামায়াতের নেতা তৈয়ব নূরী, অধ্যাপক বেলাল উদ্দিন, কামাল উদ্দিন মোহাম্মদ খোবায়েব, নুর হোসেনসহ অনেকে।