জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলী প্রমুখ।