ফেনীর সোনাগাজীতে ‘সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, মাদক নির্মূল ও মানবাধিকার বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় চরদরবেশ ইউনিয়নের আহমদিয়া মাদ্রাসা মাঠে সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশন সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রসাজনে মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড এডুকেশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন-বদরুল ইসলাম সারাজ উদ্দিন (বিএসসি), সমনীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শফাউল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মসিকিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ খোকন, বিশিষ্ট সমাজসেবক জাফর আহমদ, এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি সাহাব উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক।

