পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় গাজীপুরের কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাসা’ ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসার উপ-পরিচালক ডা. সামিয়া ইসলাম এবং সঞ্চালনা করেন এজিএম জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ আজিজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজু আহাম্মদ, গোলাম মাহমুদ মোস্তফা, মো. সাইদুর রহমান, সবুজ ম-ল, খুকু মনি অধিকারী, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার সাদেক প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

