সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ধোপাজান চলতি নদীতে রাতের আঁধারে লিম্পিড কোম্পানির অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা বলেন অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়াসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নদী তীরবর্তী ভুক্তভোগী মালিকদের উদ্যোগে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সামছু, গোলাম হোসেন অভি, জহুর উদ্দিন, বজলুল হক, ইমদাদুল হক, এরশাদ মিয়া, আব্দুল কাদির, ইসকন্দর আলীসহ অন্যরা। বক্তারা বলেন, লিম্পিড কোম্পানি কোনো অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ধোপাজান নদীতে বালু উত্তোলন করছে। তাদের অবৈধ কর্মকা-ে নদীভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের নীরবতায় বালু লুট আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন