জয়পুরহাটের বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতকালে জয়পুরহাটের আক্কেলপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই বিক্ষোভকে কেন্দ্র করে তুলশীগঙ্গা সেতুর পূর্ব পারে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের সমর্থক দুইজন আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারীকে মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বঞ্চিত মোস্তফার সমর্থক নেতাকর্মীরা প্রথমে আক্কেলপুর উপজেলা গেটে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়। এ সময় আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে এগিয়ে এলে একপর্যায়ে কথা-কাটাকাটির সময় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুলকে মারধরের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা তুলশীগঙ্গা সেতুর পূর্ব পার্শ্বে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মীমাংসার চেষ্টা চালাতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গোলাম মোস্তফার কর্মী-সমর্থক গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, এখনো বিএনপির মনোনয়ন চূড়ান্তভাবে কনফার্ম হয় নাই। এটি সম্ভব্য প্রার্থী। যেকোনো সময়ে প্রার্থী বদলে যেতে পরে। সেই লক্ষ্যে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসেছি। আব্দুল বারীর সন্ত্রাসীরা আমাকে অতর্কিতভাবে রাস্তায় ফেলে মারধর করেছে। বারীকে কোনোদিন রাজনীতি করতে আমি দেখি নাই।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন, জয়পুরহাট-২ আসনে বিএনপির সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারী স্যারকে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন সৎ মানুষ। বারী স্যারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র বা অপপ্রচার চালাতে দিব না। যারা ধানের শীষের বিরেুদ্ধে অপপ্রচার চালাতে এসেছে তাদেরকে হটিয়ে দিয়েছি।
বিএনপি নেতা আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, জয়পুরহাট-২ অনেকেই মনোনয়ন চেয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্দুল বারীকে মনোনয়ন দিয়েছেন আমরা তার হয়ে কাজ করছি। কিছু দলছুট নেতা আক্কেলপুরে এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল । দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন আমরা সকলেই মিলে কাজ করি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন