পিরোজপুর-২ (ভা-ারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে মিছিল করেছেন শতাধিক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার নারীরা নেছারাবাদ থেকে প্রার্থী দেওয়ার দাবিতে মিছিলে অংশ নেন। এ সময় নেছারাবাদ বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমকে নেছারাবাদ উপজেলা থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। মিছিলে মনোনয়ন-প্রত্যাশী ফকরুল আলমও অংশ নেন। জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদীর বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন