ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:০৫ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী এবং তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে সম্পৃক্ততার অভিযোগে পূর্বে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ছিলেন।

তাদের দাখিল করা আবেদন পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। ২০ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন, দল এমনটাই প্রত্যাশা করে।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

পুনর্বহাল বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, দলের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও কমিটমেন্ট সবসময় ছিল। আমাকে পুনর্বহাল করায় কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল, দেশ ও মানবতার কল্যাণে আরও বেশি শক্তি নিয়ে কাজ করে যেতে চাই।

তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম বলেন, দল আমাকে যে সম্মান দিয়েছে এবং পুনর্বহালের মাধ্যমে যে আস্থা রেখেছে, তার জন্য আমি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে আগের চেয়েও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করব। বিএনপির আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত থেকে ভূমিকা রাখতে চাই।