বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা আবার ছুটিতে গেছেন। গত শনিবার নিজ দেশ স্পেনের বিমান ধরেন তিনি। এর আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন কাবরেরা। গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারের পর সমালোচনার মুখে পড়েন এই কোচ। ম্যাচের পরদিন ভোরেই দেশে ফিরে যান তিনি। সপ্তাহ দুয়েক ছুটি কাটিয়ে ২৭ জুন আবারও ঢাকায় আসেন এই স্প্যানিশ কোচ। এরপর ২৮-৩০ জুন প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করেন। ২ জুলাই ডেভেলপমেন্ট কমিটির সভা এবং পরদিন আলাপ করেন বাফুফে সভাপতির সঙ্গে। এরপর শনিবার আবার বাংলাদেশ ত্যাগ করেন কাবরেরা। জুলাই মাস পুরো সময় ইউরোপে থেকে আগস্টের মাঝামাঝি আসার সম্ভাবনা রয়েছে তার। বাংলাদেশের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে অতিরিক্ত ছুটি কাটানো নিয়ে খবরের শিরোনাম হতেন প্রায়ই। বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাও এখন সেই পথেই হাঁটছেন। চলতি বছর ছয় মাসের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি সময় তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। এত ঘন ঘন ছুটি ও বাংলাদেশের বাইরে থাকা নিয়ে ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকেই নাখোশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য বলেন, ‘মাসে হাজার হাজার ডলার বেতন দেওয়া হচ্ছে, এর পরও সে বিদেশ থাকবে এবং বছরে কত দিন ছুটি, সেটা আমরা অনেকেই জানি না।’ আগামী ১১ জুলাই কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট হবে। এ উপলক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমেরিকা থেকে ফিরে বসুন্ধরায় গিয়েছিলেন। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের অফিসে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। সেই সময় কোচ হ্যাভিয়ের কাবরেরা, বাফুফের এক সহসভাপতি এবং তিনজন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সিঙ্গাপুর ব্যর্থতার প্রায় এক মাস হতে চলল, এখনো জাতীয় দল কমিটির আনুষ্ঠানিক সভা হয়নি। গত পরশুর সেই আলোচনায় কাবরেরাকে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সেভাবে জেরা করা হয়নি বলে জানা গেছে। সামনে অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট ও সেপ্টেম্বর ফিফা উইন্ডোÑ এসব নিয়ে কথাবার্তা হয়েছে। তবে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাবরেরাকে আলাদাভাবে নিশ্চয়ই বিশেষ কিছু বলেছে বলে ধারণা অনেকের। গত পরশু অনানুষ্ঠানিক সভায় এশিয়া কাপ নিশ্চিত করা নারী দলকে সংবর্ধনা প্রদানের পরিকল্পনা হয়। এছাড়া অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট দ্রুত শুরু করা, জাতীয় স্টেডিয়াম সংস্কার, জেলা পর্যায়ে ফুটবল লিগ চালুসহ আসন্ন সাফ অ-২০ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় আলোচনা হয়েছে।