ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বাংলাদেশ নারী দলকে কেন এত রাতে সংবর্ধনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০১:২০ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এই অভাবনীয় অর্জন যখন সারা দেশকে গর্বিত করছে, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সিদ্ধান্ত জন্ম দিয়েছে তীব্র বিতর্কের।

আজ রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে নারী দলকে সংবর্ধনা জানানোর এই আয়োজন প্রশ্নবিদ্ধ হয়েছে এর অযৌক্তিক সময়, খেলোয়াড়দের ওপর এর সম্ভাব্য বিরূপ প্রভাব এবং বাফুফের সামগ্রিক দায়বদ্ধতা নিয়ে।

কেন এত রাতে সংবর্ধনা

বাফুফে সূত্রে জানা গেছে, দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা শুক্রবার সকাল ৭টায় ভুটানের লিগে অংশ নিতে ঢাকা ত্যাগ করবেন।

এই কারণে তড়িঘড়ি করে এত রাতে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নারী দল মিয়ানমার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রাত ১টা ২৫ মিনিটে, আর এর সোয়া ঘণ্টা পরই রাত আড়াইটায় তাদের জন্য এই সংবর্ধনার পরিকল্পনা করা হয়েছে।

তবে এই যুক্তি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীরা প্রশ্ন তুলছেন, ঋতুপর্ণা ও মনিকা ভুটান থেকে ফিরে আসার পর কি সংবর্ধনা দেওয়া যেত না? ক্লান্ত মেয়েদের পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে এমন গভীর রাতে অনুষ্ঠান আয়োজন কতটা মানবিক।

তাছাড়া এত রাতে নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও রয়েছে সংশয়। সবচেয়ে বড় কথা ঢাকায় নামার কয়েক ঘণ্টার মধ্যেই যখন দুই খেলোয়াড়কে আবার ফ্লাইট ধরতে হবে, তখন এই সংক্ষিপ্ত সময়ে সংবর্ধনার নামে তাদের ওপর চাপ সৃষ্টি করা কতটা যৌক্তিক।