ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বিএমইউর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে নতুন ২০ মুখ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১৫ এএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এসেছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট নতুন করে গঠন করা হয়েছে। এবারের পুনর্গঠনে একাডেমিক কাউন্সিলে ১২ জন এবং সিন্ডিকেটে আটজন মোট ২০ জনকে নতুন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার স্বাক্ষর করেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত এসব সদস্যের মেয়াদ হবে দুই বছর। তবে মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন সদস্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা স্বপদে বহাল থাকবেন।
নতুন এই একাডেমিক কাউন্সিল চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। এতে তিনটি ক্যাটাগরিতে মোট ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী ও আন্তর্জাতিক স্বাস্থ্যশিক্ষাবিষয়ক সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজর অধ্যাপক ডা. এম মুজাহারুল হক।
অধিভুক্ত মেডিকেল কলেজ অধ্যক্ষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. কামরুল আলম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
পোস্টগ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
এদিকে, বিএমইউর সিন্ডিকেটেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চারটি ক্যাটাগরিতে নতুন করে আটজনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি।