মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৫১ এএম

স্টোকসের মুখে ভারত-স্তুতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৫১ এএম

স্টোকসের মুখে ভারত-স্তুতি

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে ড্র করেছে ইংল্যান্ড ও ভারত। শুবমান গিল (১০৩), ওয়াশিংটন সুন্দর (১০১*) ও রবীন্দ্র জাদেজার (১০৭*) সেঞ্চুরির সুবাদে ম্যাচ বাঁচিয়েছে ভারত। ম্যাচশেষে ভারতের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার মতে, সুন্দর ও জাদেজা অসাধারণ ব্যাটিং করেছেন।

ওল্ড ট্রাফোর্ড টেস্টেও ম্যাচসেরা হয়েছেন স্টোকস। এতে পরপর দুই টেস্টে ম্যাচসেরা হয়েছেন তিনি। তবে লর্ডসে ম্যাচসেরা হয়ে যতটা আনন্দ পেয়েছিলেন, ম্যানচেস্টারে যেন ততটাই হতাশ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এর কারণ অবশ্য একটাই- ম্যাচ জিততে না পারা। অনেক চেষ্টা করেও ভারতকে হারাতে পারেনি তারা।

এ কারণে মন খারাপ হতেই পারে স্টোকসের। ম্যাচসেরার পুরস্কারটিও তার কাছে মূল্যহীন হতে পারে। ভারতের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট ও পরে ব্যাট হাতে সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন স্টোকস। তিনি বলেন, ‘একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম, তাহলে এ পুরস্কারের গুরুত্ব ছিল।

জিততে পারিনি। ফলে এর কোনো মূল্য নেই। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু ভারতকে হারাতে পারিনি।’ প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৩১১ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ১৪৩ ওভার ব্যাট করেছে ভারত।

ইংল্যান্ড নিতে পেরেছে মাত্র ৪ উইকেট। ভারতের এই লড়াইয়ের প্রশংসা করেছেন স্টোকস। তিনি বলেন, ‘ওয়াশিংটন ও জাদেজা যেভাবে খেলল তা অসাধারণ। দুই-একবার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ভারতের এ দলকে হারানো কঠিন।

ওরা সেটা প্রমাণ করেছে।’ পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের সুযোগ তৈরি করেছিলেন স্টোকসই। ৯০ রানের মাথায় লোকেশ রাহুলকে আউট করেন তিনি। শুভমান গিলকেও কয়েকবার সমস্যায় ফেলেন স্টোকস। কিন্তু জাদেজা ও সুন্দরকে পারেননি। তার কারণ ব্যাখ্যা করেছেন স্টোকস, ‘ডানহাতি ব্যাটারদের জন্য পিচে অসমান বাউন্স ছিল। সেটা কাজে লাগাচ্ছিলাম। কিন্তু বাঁহাতিদের জন্য সেটা ছিল না। তাই ওদের সমস্যায় ফেলতে পারিনি। উইকেটে তৈরি হওয়া রাফের সুযোগও নিতে পারিনি।’ দুই ইনিংস মিলিয়ে ২৫৭ ওভার বল করেছে ইংল্যান্ড।

দলের চার পেসারকে অনেক বল করতে হয়েছে। তারা যে ক্লান্ত হয়ে পড়েছেন সেটা শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল। আর তাই শেষদিকে দুই পার্টটাইম বোলার জো রুট ও হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন স্টোকস। তিনি বলেন, ‘এই টেস্টে বোলারদের শরীরের ওপর প্রচুর ধকল গিয়েছে। বল পুরোনো হয়ে যাওয়ার পর পিচ থেকে তেমন সুবিধাও পাচ্ছিলাম না। তাই শেষদিকে ঝুঁকি নিতে চাইনি।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!