স্পোর্টস ডেস্ক
আশরাফ হাকিমির গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে। প্রথম ফরাসি ক্লাব হিসেবে পিএসজির ট্রেবল জয়ের পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান এই তারকা ফুটবলার। রক্ষণভাগ সামলে আক্রমণে অবদান রেখেছেন সমান তালে।
প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণের সূচনা করা, সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরির কাজ করেছেন দারুণ দক্ষতায়, আবার প্রয়োজনের সময় করেছেন গোলও।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি এই মৌসুমের ব্যালন ডি’অরের ৩০ জনের মনোনয়ন তালিকায় জায়গা না পেলেই অবাক হতে হতো। আশরাফ হাকিমি নিজেও বিশ্বাস করেন, এই মৌসুমের ব্যালন ডি’অর তার পাওনা।
এই রাইটব্যাকের দাবি, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তিনি যে গোলগুলো করেছেন- তা তার বাক্সে ভোট এনে দেবে। সবশেষ মৌসুমে প্রথমবারের মতো ইউরোপসেরার খেতাব জিতেছে পিএসজি। চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয় লেগে, সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে এবং ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে গোল করেন এই মরক্কান উইংব্যাক। ক্যানাল প্লাসের সঙ্গে আলাপচারিতায় হাকিমি জানান, ২০২৪-২৫ মৌসুমে তার পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে যে, এই মর্যাদাপূর্ণ পুরস্কার একজন ফরোয়ার্ডের চেয়েও তার বেশি প্রাপ্য। পিএসজির এই তারকার ভাষ্য অনুযায়ী, লোকজন তার গোলসংখ্যা দেখে তাকে একজন মিডফিল্ডার বা ফরোয়ার্ডের সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু তিনি এসব রক্ষণভাগে খেলেই অর্জন করেছেন, যেখানে রক্ষণ সামলাতে তাকে প্রায়ই আবার নিজের জায়গায় ফিরে আসতে হতো। হাকিমি বলেন, ‘এমন খেলোয়াড় খুব বেশি নেই যারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে ডিফেন্ডার হিসেবে খেলেই গোল করেছেন, যেটা আরও বেশি কঠিন।
লোকজন ভাবে, আমি একজন ফরোয়ার্ড কিংবা মিডফিল্ডার; কিন্তু আমি চারজনের রক্ষণভাগে খেলি এবং আমাকে রক্ষণকাজ নিয়েও ভাবতে হয়। এটা আরও বেশি কঠিন। এই মৌসুমে আমার যা পরিসংখ্যান, তা ডিফেন্ডারদের জন্য স্বাভাবিক না। আমার মনে হয়, যখন কোনো ডিফেন্ডার এটা করতে পারে, একজন ফরোয়ার্ডের চেয়েও সে বড় দাবিদার (ব্যালন ডি’অর জেতার)।’ চ্যাম্পিয়নস লিগে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করা হাকিমি লিগ ওয়ানে ২৫ ম্যাচেও করেছেন ৪ গোল ও ৮ অ্যাসিস্ট।
সব মিলিয়ে গত মৌসুমে ৫৫ ম্যাচে ১১ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এই উইংব্যাক। এবারের ব্যালন ডি’অরে সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ডেরও বাজির ঘোড়াও হাকিমি। মরক্কোর স্পোর্টস আউটলেট লে ৩৬০ স্পোর্টসকে এই গ্রীষ্মের শুরুতে সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ী হিসেবে এই মরক্কানের নামই বলেছিলেন তিনি। হাকিমিসহ পিএসজির মোট আটজন খেলোয়াড় এবারের ব্যালন ডি’অরের ৩০ জনের মনোনয়ন তালিকায় আছেন।
আপনার মতামত লিখুন :