জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল আর্সেনাল। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। তুলনামূলক ভালো খেললেও গোলের দেখা না পেয়ে হারতে হয়েছে ম্যানইউকে। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ড ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। ২২টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্সেনাল ৯ শটের মধ্যে তিনটি রাখে লক্ষ্যে। ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোল করেন রিকার্দো কালাফিওরি।
গোলকিপার আতলাই বায়িন্দিরের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। ডেকলান রাইসের কর্নারে বল ধরে রাখতে পারেননি তিনি। তার হাত ছুঁয়ে বল যায় কালাফিওরির কাছে। ইতালিয়ান ডিফেন্ডার দূরের পোস্ট থেকে হেডে জাল কাঁপান। ১৩তম মিনিটের ওই গোলে লিড ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে আর্সেনাল। ৩০তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে আঘাত করে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুনহা আট মিনিট পর দুরূহ কোণ থেকে শট নিলে তা ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। আলোচিত সুইডিশ স্ট্রাইকার ভিক্তর গিয়োকেরেশ ছিলেন নিষ্প্রভ এক ঘণ্টার যেতেই তাকে তুলে নিয়ে কাই হাভার্জকে নামান আর্সেনাল কোচ। দ্বিতীয় অর্ধেও ম্যানইউ সমতা ফেরানোর চেষ্টায় রায়ার কাছে পরাস্ত হয়। ৭৩তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ডাইভ করে ফেরান গানার কিপার। শেষ দিকে কুনহা বক্সের মধ্যে পড়ে গেলেও পেনাল্টি দেননি রেফারি। বাকি সময়ে গোলের দেখাও পায়নি তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন