ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ছেলেদের কাছে নারী দলের হারের পর ট্রল - রুমানা আহমেদের প্রতিবাদ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:৫৬ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় নারী দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ নামে দুটি দল গড়েছে। এ ছাড়া অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলও এই টুর্নামেন্টে খেলছে। গত বুধবার অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের সামনে পাত্তাই পাননি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দল। ছেলেদের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। ১৫ বছর বয়সি ছেলেদের কাছে এই হারের পর সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে জাতীয় নারী ক্রিকেট দলকে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুমানা লিখেছেন, ‘নারী লাল দলের হারের পর কিছু কথা। আজকের (বুধবারের) ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি, হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া।

অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে, যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল!’ ট্রল প্রসঙ্গে রুমানা লিখেছেন, ‘তাদের (সমালোচক) কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনো নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থাÑ এসব নিয়ে এক দিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েক দিন আগে।’

একদম শেষে রুমানা দর্শক-সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়ে লিখেছেন, ‘এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’