ভুটানে চলমান অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-১ গোলে হারায় স্বাগতিক ভুটানকে। দলের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার, আর একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি। আজ শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন অর্পিতা দাসরা।
প্রথম ম্যাচে ভুটান বাংলাদেশের রক্ষণে কিছুটা চাপ তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। খেলা শেষে নারী দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘প্রথম ম্যাচটি ভালোভাবে জিততে পেরেছি। তবে শুরুতে কিছু ভুল হয়েছিল, যেগুলো আমাদের পরের ম্যাচগুলোতে শুধরে নিতে হবে।’ প্রথম ম্যাচের জয় যে টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি উল্লেখ করে কোচ লিটু বলেন, ‘ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। আগামী ম্যাচগুলোতে ভুলগুলো কাটিয়ে আরও শক্তিশালীভাবে মাঠে নামব।’ দলের দুই ফরোয়ার্ড আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতি ম্যাচের সেরা পারফরমার হিসেবে উজ্জ্বল ছিলেন।
তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও লিটু মনে করেন, আরও ভালো কিছু তারা করতে পারেন। তিনি বলেন, ‘আলপি আর প্রীতি দারুণ কিছু সুযোগ তৈরি করেছে, তবে কিছু ভুলও ছিল। আগামী ম্যাচগুলোতে সেই ভুলগুলো কাটিয়ে আরও উন্নত পারফরম্যান্স করবে বলে আশা করি।’ প্রথম জয় দলকে আত্মবিশ্বাসী করলেও কোচ লিটু মনে করেন, পথ এখনো দীর্ঘ। তিনি জানান, সামনে আরও প্রস্তুতি নিয়ে তারা মাঠে নামবেন এবং দলের সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।