আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে হবে এশিয়া কাপ হকি। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সকালে ভারতের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ হকি দল। এশিয়া কাপ হবে ভারতের রাজগির শহরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ‘বি’ গ্রুপ থেকে ৩০ আগস্ট বাংলাদেশকে মোকাবিলা করবে চাইনিজ তাইপে।
১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আট দলের এশিয়া কাপে আরেক গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, চীন, জাপান ও কাজাখস্তান। পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। হকি এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০২৬ সালের হকি বিশ^কাপে। বিশ^কাপ খেলার সুযোগ থাকবে এই টুর্নামেন্টের ২ থেকে ৫ নম্বর দলেরও। তার আগে অবশ্য বাছাইপর্ব পেরোতে হবে। হকির এশিয়া কাপে বাংলাদেশ সুযোগ পায় মূলত টুর্নামেন্ট থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায়। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগানোর কথা বলেছেন দলের খেলোয়াড়েরা। সেরা চার-পাঁচে থেকে বিশ^কাপ বাছাই খেলার লক্ষ্য কোচ মশিউর রহমান বিপ্লবের দলের।
তবে কঠিন এই টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের দল থেকে চার সিনিয়র খেলোয়াড় পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিনের জায়গা হয়নি। দল থেকে বাদ পড়ার কারণ জানেত চাইলে গত মঙ্গলবার রাতে ঘটে অনভিপ্রেত ঘটনা। খেলোয়াড়দের প্রকাশ করার মতো নয় এমন ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর তপনের বিরুদ্ধে। পরে তার অপসারণ দাবিতে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনও করেন মিমো, নাঈমরা।