ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নতুন প্রস্তাব: এনটিআরসিএর পরীক্ষায় থাকবে বিষয়ভিত্তিক ও সাধারণ প্রশ্ন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:৫৫ পিএম
(এনটিআরসিএর লোগো। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন কাঠামো প্রস্তাব করেছে এনটিআরসিএ। প্রাথমিকভাবে পরীক্ষা হবে ২০০ নম্বরের। এর মধ্যে ১০০ নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে।

বুধবার (২৭ আগস্ট) এনটিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত সভায় এই প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করা হবে এবং অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে উপস্থিত এক শিক্ষক জানান, ‘স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। কোনো প্রিলিমিনারি পরীক্ষা রাখা হয়নি। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। স্কুল-কলেজ ও মাদ্রাসার নম্বর বণ্টন কিছুটা আলাদা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘স্কুল-কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষক পদে পরীক্ষা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ১০০ নম্বর সাধারণ, যা সব বিভাগের জন্য একই থাকবে। সাধারণ ১০০ নম্বরে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান প্রতিটি ২৫ নম্বর। বাকি ১০০ নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ভিত্তিক হবে।’

মাদ্রাসার সহকারী মৌলভী ও প্রভাষক পদের পরীক্ষা হবে একইভাবে ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক এবং বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর রাখা হয়েছে। তবে এই নম্বর বিভাজন চূড়ান্ত নয়; বোর্ড সভায় অনুমোদন দিলে চূড়ান্তভাবে কার্যকর হবে।