বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:০৩ এএম

ইউএস ওপেনে সিনার ও গফের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:০৩ এএম

ইউএস ওপেন

ইউএস ওপেন

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দাপুটে জয়ে যাত্রা শুরু করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। চেকপ্রজাতন্ত্রের ভিত কপ্রিভাকে সরাসরি সেটে ৬-১, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান তারকা। ম্যাচটি শেষ হয় মাত্র এক ঘণ্টা ৩৮ মিনিটে। এ জয়ে হার্ড কোর্ট গ্র্যান্ড স্ল্যামে টানা ২২তম জয় পেলেন সিনার। অন্যদিকে, নারী এককে যুক্তরাষ্ট্রের কোকো গফও দারুণ জয়ে ইউএস ওপেনে সূচনা করেছেন। তিনি ২ ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচকে ৬-৪, ৬-৭ (২/৭), ৭-৫ গেমে হারিয়েছেন। ম্যাচশেষে গফ জানান, ‘এটি কঠিন ম্যাচ ছিল। আজলা কঠিন প্রতিপক্ষ ছিল। আমি নিজের সেরাটা দিয়ে খেলতে পারিনি। তবে পরবর্তী রাউন্ডে উঠায় খুশি।’ দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ডোনা ডেকিচ।

অন্যদিকে, সম্প্রতি অসুস্থতা কাটিয়ে কোর্টে ফিরেছেন সিনার। সিনসিনাটি ওপেনের ফাইনালে অসুস্থতার কারণে আলকারাজের বিপক্ষে ম্যাচ ছেড়ে দিতে হয়েছিল। তবে ইউএস ওপেনে তার খেলায় কোনো দুর্বলতা দেখা যায়নি। ম্যাচ শেষে সিনার বলেন, ‘আমি খুব খুশি যে আবার সুস্থ হয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি সেরা অবস্থায় খেলতে।’ ফ্লাশিং মিডোতে ফিরে নিজের অনুভূতির কথা জানিয়ে সিনার বলেন, ‘এখানে আসা সবসময়ই বিশেষ লাগে।

প্রতি বছর পরিস্থিতি ভিন্ন হলেও লক্ষ্য থাকে একই, ভালোভাবে শুরু করা। আবার ফিরে এসে সেরাদের সঙ্গে খেলতে পারা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ ২৪ বছর বয়সি এই ইতালীয় তারকা বর্তমানে ইউএস ওপেনে শিরোপা রক্ষার লড়াইয়ে আছেন। গত এক বছরে সিনার তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০২৪ সালের ইউএস ওপেন, এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত মাসের উইম্বলডন। একমাত্র হারের স্বাদ পেয়েছেন ফ্রেঞ্চ ওপেন ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে কোর্টে নামবেন সিনার।

রূপালী বাংলাদেশ

Link copied!