বেশকিছু দিন ধরেই বাংলাদেশের ফুটবলে আলোচিত হচ্ছে কিউবা মিচেলের নাম। এখনো বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়নি ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের। তবে এবার তার সামনে বাংলাদেশের জার্সি গায়ে ম্যাচ খেলার দারুণ সুযোগ। আগামী মাসে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে ভিয়েতনামে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই বাছাই পর্ব সামনে রেখে বাহরাইনে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের দলটি।
ওই দুই ম্যাচে খেলা হয়নি মিচেলের। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে তিন বছরের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিচেল। তখন ক্লাবটি এই ফুটবলারকে জাতীয় দলের জন্য ছাড়েনি। যে কারণে বাংলাদেশ দলের হয়ে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা বাড়ে মিচেলের। এরই মধ্যে মিচেলকে জাতীয় দলের জন্য ছাড়পত্র দিয়েছে কিংস। বর্তমানে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন মিচেল। বাহরাইন থেকে ফিরে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুব দল।
এই দলের প্রাণ ভোমরা এখন মিচেল। তার দিকেই ফোকাস বেশি। ১৯ বছর বয়সি মিডফিল্ডার সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর আগে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছেন কিউবা মিচেল। ওই ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে তার। এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পান এই ফুটবলার।
আগামী ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৯ আগস্ট রাতে। অন্যদিকে, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান জানান, তিন দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে দল। এজন্য বারিধারা থেকে কাকরাইলের হোটেলে ক্যাম্প স্থানান্তর করা হয়েছে। মিচেল মঙ্গলবার সন্ধ্যার পর ক্যাম্পে যোগ দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন