সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৫৪ এএম

নেভেসের হ্যাটট্রিকে বড় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৫৪ এএম

পিএসজি

পিএসজি

৯ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হ্যাটট্রিক করলেন জোয়াও নেভেস। তার হ্যাটট্রিকের সুবাদে তুলুজের বিপক্ষে ৬-৩ গোলে জিতল পিএসজি। প্রথম আধাঘণ্টাতেই চারবার জালে বল পাঠিয়ে ম্যাচের গতিপথ ঠিক করে ফেলে ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন নেভেস। গোল করায় তুলুজও একেবারে কম যায়নি। তবে চ্যাম্পিয়নদের বড় জয় আটকাতে পারেনি তারা। দুটি গোল করেছেন ওসমান দেম্বেলে। একবার জালের দেখা পেয়েছেন ব্র্যাডলি বার্কোলা।

খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে একরকম কোণঠাসা করে পিএসজি। প্রথম ১৫ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা। ৭ মিনিটের সেট পিসে দেম্বেলের একটু উঁচু করে বাড়ানো বল দারুণ বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইসের থ্রু বল ধরে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। তৃতীয় গোলটিও আসে সেট পিস থেকে। কর্নারের পর ডি-বক্সে আরেকটি চমৎকার বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার নেভেস। ২৯ মিনিটে তরুণ তারকা দিজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির পায় পিএসজি। সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় শিরোপাধারীরা। ৩৭ মিনিটে চার্লি ক্রেসওয়েলের গোলে ব্যবধান কমিয়ে, ঘুরে দাঁড়ানোর কিছুটা আশা নিয়ে বিরতিতে যায় তুলুজ। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্কোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় পিএসজি। ৫১ মিনিটে ওই স্পট কিকেও জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৫-১ করেন দেম্বেলে। আর ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন নেভেস। শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোলে হারের ব্যবধান কিছুটা কমে তুলুজের। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!