জমি সংক্রান্ত বিরোধে ফাঁসাতে সরস্বতী প্রতিমা ভেঙে প্রতিপক্ষের জমিতে রাখেন বীরেন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি। এ ঘটনা জানাজানি হলে নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন বলে ভুল স্বীকার করেন তিনি। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে বীরেন চন্দ্রের সাথে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে বীরেন মূর্তিটির একটি হাত ভেঙে ওই জমিতে রাখেন। খবর পেয়ে পুলিশসহ উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে যান।
পরে শনিবার (২ নভেম্বর) ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। এদিন দুপুরে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুচলেকা দেন বীরেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাৎক্ষণিক বীরেন তাঁর ভুল স্বীকার করে মুচলেকা দেন।
জানতে চাইলে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বী দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে হিন্দু ধর্মের ব্যক্তি নিজের বাড়ি থেকে একটি মূর্তি এনে ভেঙে প্রতিপক্ষের জমিতে রাখেন। স্থানীয়রা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি ঘটনা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যায়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই ব্যক্তি ভুল স্বীকার করে মুচলেকা দেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন