বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৩৯ পিএম

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৩৯ পিএম

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।  প্রায় এক ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। তবে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

শ্রমিক ও শিল্প পুলিশরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু শ্রমিকরা তা না মেনে গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরে দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। এরপর সোমবার (৬ জানুয়ারি) শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা একপযায়ে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়েঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯ টা থেকে  ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার এক শ্রমিক জানান, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে আমরাও সেই কাজ করি। তাহলের আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, ‘শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে’।

Link copied!