দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রাম থেকে মো. তহুর আলী (৫৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লাশটি উত্তোলন করা হয়। তিনি ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত নেসতুল্যা মিয়ার ছেলে ও তিন সন্তানের জনক।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২৬ অক্টোবর ২০২৩ সালে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মো. তহুর আলী মারা যান।
ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। পরে মামলার বাদি রুপেজা বেগমের আবেদনের প্রেক্ষিতে মৃত তহুর আলীর লাশ কবর থেকে উত্তোলন, পোস্টমর্টেম ও সুরতহাল করার জন্য আজ সোমবার সকালে লাশ উত্তোলন করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক মজনুন ইশাত বলেন, মৃত তহুরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলন করা হচ্ছে । এটার কার্যক্রম চলমান আছে। আমরা রিপোর্ট দাখিল করবো এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
                            -20250224140110.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন