বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফসিার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন সংক্রান্ত ২০১০ এর ১৫ ধারা লঙ্ঘনের অভিযোগে দেলোয়ার হোসনে(২২) পিতা মো. রফকিুল ইসলাম গ্রাম. বানিয়াবাড়ী, থানা. মেলান্দহ, জেলা. জামালপুর, আ. জলিল(২৫) পিতা মো. ইসলাম উদ্দিন গ্রাম. লাহরিয়ার রাজাপুর, থানা. লোহাগাড়া জেলা. নড়াইল, আদরিয়ান জলিল(২৩) পিতা মো. সরিাজ , সোহাগ (২০) পিতা মো. মনির উভয়রে গ্রাম. জাহাজমাড়া থানা. সুর্বণচরে জেলা. লোয়াখালী নামে চারজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরবিহন বন্ধে অভযিান পরচিালনা অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :