গাজীপুরের ভোগড়ায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কারখানার মিনি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল (২ মার্চ) ওই কারখানার একজন শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে এবং কাজ বন্ধ রেখে মহাসড়কে অবস্থান নেয়। সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার একটি মিনি ট্রাকে ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন