কুমিল্লার দাউদকান্দিতে আইনের লোক বলে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বুধবার (৫ মার্চ) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিমপাড়া মুকবুল হাজীর বাড়িতে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতরা নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাইয়ের দিরহামসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের প্রবাসী হাজী মকবুল হোসেনের বাড়িতে আইনের লোক পুলিশ বলে দরজা খুলতে বলে। হাজী মকবুল হোসেন দরজা খুললে অস্ত্রধারী মুখোশ পরা ডাকাতদল প্রবাসী হাজী মকবুল হোসেন ও তার স্ত্রীর গলায় ও পেটে রামদা ধরে হাত-পা বেঁধে ফেলে। এরপর পাশের রুমে থাকা দুবাইপ্রবাসী ছেলে সাকিলকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতরা ঘরে আলমারি ভেঙে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাই দিরহাম, তার স্ত্রীর গলার চেন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিসসহ দুটি দামি মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী হাজী মকবুল হোসেন বলেন, ‘ডাকাত দল নিজেদের আইনের লোক দাবি করে দরজা খুলতে বলে, আমি দরজা খুলে দেই। ঘরে ঢুকেই রামদা-ছুরি আমার ও আমার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে। তারা আমার ছেলে সাকিলেরও হাত-পা বাঁধে।
এরপর তারা ঘরের আলমিরা ভেঙে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাই দেরহাম, তার স্ত্রী গলার চেইন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিসসহ দুটি দামি মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে গেছে।’
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে এসআই মো. সাইদুল ইসলাম বলেন, ‘ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন