মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিরোধপূর্ণ জমির গাছ কাটতে যাওয়ায় ছোট ভাইয়ের পায়ের রগ কেটে দিয়েছেন বড় ভাই। রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়ন পূর্ব কোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত এসহাক মোল্লা (৫৫) ও ছিদ্দিক মোল্লা (৫৮) আপন ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসহাক মোল্লার সঙ্গে তার বড় ভাই ছিদ্দিক মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ বিষয়ে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। দুই দিন আগে গাছ কাটার ঘটনায় সিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
আর এ কারণে রোববার সকালে এসহাক মোল্লার সঙ্গে বড় ভাই ইদ্রিস মোল্লার মারামারি হয়। এ সময় এসহাক মোল্লাকে হাত-পায়ের রগ কেটে দেন বড় ভাই ও তার লোকজন। পরে এসহাক মোল্লাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহানারা আক্তার বলেন, এসহাক মোল্লা নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়।
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত এসহাক মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন