বরগুনার বিষখালী নদীর ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিষখালী নদীর ডালভাঙ্গা নামক এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছটি রাত ১০টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে ১৪ হাজার টাকায় মাছটি বিক্রির জন্য নিয়ে আসে জেলে। পরে মাছটি খোলা ডাকের মাধ্যমে বিক্রি করেন আড়ৎদার মিজান। বাজারের পাইকার মো. নান্টু মোল্লা সেই দামেই মাছটি বিক্রির জন্য কিনেন।
এ বিষয়ে নান্টু মোল্লা বলেন, সাধারণত এত বড় ইলিশ মাছ এখন খুব একটা দেখা যায় না। তার ওপরে বিষখালী নদীর ইলিশের খ্যাতি রয়েছে দেশজুড়ে। তাই খুচরো বিক্রির জন্য মাছটি ক্রয় করেছি। মাছটি যখন বিক্রি করব তখন এর দাম আরো বেশি পড়বে।
বরগুনা পৌর মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, রাতে বিষখালী নদী থেকে ধরা ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে মৎস্য আড়তদার মিজান পাইকারদের উপস্থিতিতে মাছটি ডাকে তোলেন। এ সময় ডাকে অংশ নেয়া কয়েকজন পাইকারের মধ্যে মো. নান্টু মোল্লা সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন