পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নিজ ঘরে ঢুকে দুর্বৃত্তরা রিজিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে।
নিহতের স্বামী আব্দুল খালেক গাজী জানান, রাতে খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। তখন তার স্ত্রী ঘরে একা ছিলেন। নামাজ শেষে ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। পরে আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে । আমিসহ তারাও নিশ্চিত হন আমার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত করা যায়নি, তবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন