২৫৩ একর জায়গা নিয়ে গঠিত কক্সবাজার শহরের অদূরে খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম প্রধান উপদেষ্টার কাছে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
প্রকল্পের অধীনে ১২৯টি ভবনে ৪২১৮ পরিবারকে পুনর্বাসন করা হবে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।
এরপর সাগরপাড়ের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে প্রধান উপদেষ্টা কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। এর আগে দুপুরে জাতিসংঘ মহাসচিবসহ কক্সবাজারে বিমানযোগে আসেন তিনি।
বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ লাখো রোহিঙ্গার সাথে ‘মেগা’ ইফতারে অংশ নেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন