বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
শুক্রবার সকালে পৌর এলাকার শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও রাধা কৃষ্ণ মন্দিরের পার্শ্বে ঠাকুরবাড়ীর পরিত্যক্ত ওই কুয়ায় কুকরটি পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরবাড়ীর পরিত্যক্ত ওই কুয়ায় কোনোভাবে একটি কুকর পড়ে যায়। পরে তার চিৎকারে মন্দিরের লোকজন টের পায়। কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করেও কুকুরটিকে কুয়া থেকে তুলতে পারেননি। পরে উপায় না পেয়ে মন্দির কর্তৃপক্ষ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটকে খবর দেয়। তারা এসে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের টিম লিডার মনিরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন