যশোরের ঝিকরগাছায় ফুল বাগান দেখাতে নেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলেন- গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন, শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। এদের মধ্যে বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার মেয়েটি বেনাপোল খালাবাড়ি থেকে বাসে করে গদখালী বাজারে নামেন। তিনি মণিরামপুর উপজেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন। গদখালী বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে সেখানে ওই চার যুবকের সঙ্গে তার পরিচয় হয়। যুবকেরা তাকে ফুলের বাগান দেখানোর কথা বলে নিয়ে যান পটুয়াপাড়ার একটি লিচু বাগানে। সেখানে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। ফোন পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ওই নারীকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধ্যায় ওই চারজনকে আটক করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানা বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই। অভিযুক্ত দুই জনকে বহিষ্কার করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে । মেডিক্যাল পরীক্ষার জন্য রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন