সাতক্ষীরায় গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ করেই ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’।
সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে হাজির হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।  
এ সময় তারা হাসপাতাল ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’সহ নানা রকম স্লোগান দিতে থাকে।  
ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ১৭ মার্চকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে।
তিনি বলেন, হাসপাতাল মালিককে ফোন দেওয়া হয়েছিল। তিনি ঘটনাস্থলে আসতে চাচ্ছেন না। এজন্য হাসপাতাল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক, পরিদর্শক শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল। পুলিশ ক্লিনিকটির গেট খুলে দায়িত্বরত চিকিৎসক ডা. নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য বিলবোর্ডসহ থানায় নিয়ে যায়।
এ সময় সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি ১০-১২ দিন আগে চালু হয়েছে। তবে এখনো কোনো রোগী ভর্তি হয়নি সেখানে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন