ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র ২ মাস ১৫ দিনে কোরআনে হাফেজ হয়েছেন আদনান নামে ৬ বছরের এক শিশু। আদনান সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে।
সে উপজেলার বিকেল বাজার আবরারিয়া মডেল মাদরাসা থেকে অল্প সময়ে অর্থাৎ আড়াই মাসে হেফজ সম্পন্ন করেছেন।
এ বিষয়ে আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছেলে আদনান ২০২৩ সালে এই মাদরাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে।
তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর মাত্র দুই মাস পনেরো দিন অর্থাৎ আড়াই মাসে কোরআন শরীফ মুখস্ত করেছে।
হাফেজ আদনানের অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত।মাত্র ৬ বছর বয়সের শিশু আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল ও আল্লাহর রহমত।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন